ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

৫০০ কোটির ক্লাবে ‘টাইগার জিন্দা হ্যায়’ 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:২৬, ৮ জানুয়ারি ২০১৮ | আপডেট: ১৬:৪৯, ৯ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

প্রথম দিনই গর্জন শুনা গিয়েছিল সালমান ক্যাটরিনার ছবি ‘টাইগার জিন্দা হ্যায়’। আর সেই গর্জন এখনো থামেনি বরং বেড়েই চলেছে। ইতিমধ্যে ছবিটি ৫০০ কোটির ক্লাবে প্রবেশ করেছে।

গত ২২ ডিসেম্বর সিনেমাটি মুক্তির মাত্র তিন দিনের মাথায় ছবিটি প্রবেশ করে ১০০ কোটির ক্লাবে। তারপর ধাই ধাই করে বেড়ে চলেছে সালমান-ক্যাটরিনার ছবির আয়ের সূচক। ১০০ কোটি থেকে স্বল্প সময়ের ব্যবধানে ছবিটি ২০০ কোটির ক্লাবে প্রবেশ করে। এরপর পৌঁছে যায় ৩০০ কোটির ক্লাবে।

চমকপ্রদ তথ্য হলো- ৫০০ কোটির ক্লাবে পৌঁছে গেছে ‘টাইগার জিন্দা হ্যায়’। এজন্য ছবিটি সময় নিয়েছে ১৬ দিন। সম্প্রতি এমনটাই তথ্য প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম মিডডে।

২০১২ সালে মুক্তিপ্রাপ্ত ‘এক থা টাইগার’ ছবির সিক্যুয়েল ‘টাইগার জিন্দা হ্যায়’। এ ছবির মধ্য দিয়ে পাঁচ বছর পর একসঙ্গে জুটিবদ্ধ হয়ে কাজ করেছেন সালমান খান ও ক্যাটরিনা কাইফ।  

 

 

এসি/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি